Chole Jai Mari Hai

চলে যায় মরি হায়
চলে যায় বসন্তের দিন
চলে যায়, চলে যায়
দূর শাখে পিক ডাকে বিরামবিহীন
মরি হায়
চলে যায় বসন্তের দিন
চলে যায়, চলে যায়

অধীর সমীর-ভরে উচ্ছ্বসি বকুল ঝরে, উচ্ছ্বসি
গন্ধ-সনে হল মন সুদূরে বিলীন
মরি হায়

চলে যায় বসন্তের দিন
চলে যায়, চলে যায়

পুলকিত আম্রবীথি ফাল্গুনেরই তাপে
মধুকরগুঞ্জরনে ছায়াতল কাঁপে
পুলকিত আম্রবীথি ফাল্গুনেরই তাপে
মধুকরগুঞ্জরনে ছায়াতল কাঁপে

কেন আজি অকারণে সারা বেলা আনমনে, সারা বেলা
পরানে বাজায় বীণা কে গো উদাসীন
মরি হায়

চলে যায় বসন্তের দিন
চলে যায়, চলে যায়



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link