Ajo Tumi Ele Tai

আয়নায় কত মুখ থেকে যায় আবছাই
পোষ মানে ইচ্ছেরা আজও তুমি এলে তাই
আয়নায় কত মুখ থেকে যায় আবছাই
পোষ মানে ইচ্ছেরা আজও তুমি এলে তাই

আরো কিছুক্ষণ যদি বৃষ্টি আরামে
পাঠাতে স্বপ্নগুলো মেঘেদের খামে
আরো কিছুক্ষণ যদি বৃষ্টি আরামে
পাঠাতে স্বপ্নগুলো মেঘেদের খামে

যত ভাবি ভুলে যাবো তোকে
চোখ তত ধরা দিলো চোখে
যত ভাবি ভুলে যাবো তোকে
চোখ তত ধরা দিলো চোখে

আয়নায় কত মুখ থেকে যায় আবছাই
পোষ মানে ইচ্ছেরা আজও তুমি এলে তাই

আলো ছায়া বলে যায় তোর কথা ইশারায়
আলো ছায়া বলে যায় তোর কথা ইশারায়
আমিও তো সন্ধ্যে জোনাকী
আজও কত কিছু বলা বাকি

যদি হয় আমি নেই, তবু আছি হৃদয়েই
যদি হয় আমি নেই, তবু আছি হৃদয়েই
তোলপাড় সাগর মিশিয়ে
বৃষ্টির গান ভুলে গিয়ে

আয়নায় কত মুখ থেকে যায় আবছাই
পোষ মানে ইচ্ছেরা আজও তুমি এলে তাই
আয়নায় কত মুখ থেকে যায় আবছাই
পোষ মানে ইচ্ছেরা আজও তুমি এলে তাই

স্বপ্নের কাছাকাছি স্মৃতি হয়ে আছি
কে জানে কে বুঝেছে আবেগের কানামাছি
কবিতার শব্দ হলে জীবনের স্তব্ধতাকে
এ আবেগ গল্প আনে, আনে তোমাকে আমাকে

ভুল হয়ে ঝরে যাওয়া রাতে
শিশিরের মুখের কথাতে
সব বাধা-সীমানা পেরিয়ে
হেঁটে যাবো পথ তোকে নিয়ে

আয়নায় কত মুখ থেকে যায় আবছাই
পোষ মানে ইচ্ছেরা আজও তুমি এলে তাই
আয়নায় কত মুখ থেকে যায় আবছাই
পোষ মানে ইচ্ছেরা আজও তুমি এলে তাই



Credits
Writer(s): Abhijit Basu, Saqi Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link