Antar Mamo Bikashito Karo

অন্তর মম বিকশিত করো
অন্তরতর হে
অন্তর মম বিকশিত করো
অন্তরতর হে

নির্মল করো, উজ্জ্বল করো
সুন্দর করো হে
নির্মল করো, উজ্জ্বল করো
সুন্দর করো হে
নির্মল করো, উজ্জ্বল করো
সুন্দর করো হে

অন্তর মম বিকশিত করো
অন্তরতর হে

জাগ্রত করো, উদ্যত করো
নির্ভয় করো হে
জাগ্রত করো, উদ্যত করো
নির্ভয় করো হে
মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে

অন্তর মম বিকশিত করো
অন্তরতর হে

যুক্ত করো হে সবার সঙ্গে
মুক্ত করো হে বন্ধ
সঞ্চার করো সকল কর্মে
শান্ত তোমার ছন্দ

যুক্ত করো হে সবার সঙ্গে
মুক্ত করো হে বন্ধ
সঞ্চার করো সকল কর্মে
শান্ত তোমার ছন্দ

চরণপদ্মে মম চিত নিঃস্পন্দিত করো হে
চরণপদ্মে মম চিত নিঃস্পন্দিত করো হে
নন্দিত করো, নন্দিত করো
নন্দিত করো হে

অন্তর মম বিকশিত করো
অন্তরতর হে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link