Ebar Biday Dau Ma

এবার বিদায় দাও, মা, ঘুরে আসি
এবার বিদায় দাও, মা, ঘুরে আসি
হাসি হাসি পরব ফাঁসি, দেখবে জগতবাসী
আমি হাসি হাসি পরব ফাঁসি, দেখবে জগতবাসী
বিদায় দাও, মা, ঘুরে আসি
এবার বিদায় দাও মা ঘুরে আসি

কলের বোমা তৈরি করে
বসে ছিলাম লাইনের ধারে, মাগো
কলের বোমা তৈরি করে
বসে ছিলাম লাইনের ধারে, মাগো
লাট ম'লো না, বিফল হল
ম'লো ভারতবাসী
ও মা, লাট ম'লো না, বিফল হল
ম'লো ভারতবাসী

বিদায় দাও, মা, ঘুরে আসি

হাতে যদি থাকতো ছোরা
তোর ক্ষুদি কি পড়তো ধরা, মাগো
হাতে যদি থাকতো ছোরা
তোর ক্ষুদি কি পড়তো ধরা, মাগো
রক্ত-মাংস এক করিতাম
দেখতো ইংলন্ডবাসী
আমি রক্ত-মাংস এক করিতাম
দেখতো ইংলন্ডবাসী

বিদায় দাও মা ঘুরে আসি

শনিবার দিন বেলা দু'টো তিন
লোক ধরে না হাইকোর্টেতে
শনিবার দিন বেলা দু'টো তিন
লোক ধরে না হাইকোর্টেতে
অভিরামের দ্বীপান্তর মা
ক্ষুদিরামের ফাঁসি
মা, অভিরামের দ্বীপান্তর মা
ক্ষুদিরামের ফাঁসি

দশ মাস দশ দিন পরে
জন্ম নেব মাসীর ঘরে, মাগো
দশ মাস দশ দিন পরে
জন্ম নেব মাসীর ঘরে, মাগো
চিনতে যদি না পারো, মা
দেখবে গলায় ফাঁসি
আমায় চিনতে যদি না পারো, মা
দেখবে গলায় ফাঁসি

বিদায় দাও, মা, ঘুরে আসি

এবার বিদায় দাও, মা, ঘুরে আসি
হাসি হাসি পরব ফাঁসি, দেখবে জগতবাসী
বিদায় দাও, মা, ঘুরে আসি
এবার বিদায় দাও, মা, ঘুরে আসি
এবার বিদায় দাও, মা



Credits
Writer(s): Lopamudra Mitra
Lyrics powered by www.musixmatch.com

Link