Sakhi Andhare Ekla Ghare

সখী, আঁধারে একেলা ঘরে
মন মানে না
মন মানে না
সখী, আঁধারে একেলা ঘরে
মন মানে না

কিসেরই পিয়াসে
কোথা যে যাবে সে
কিসেরই পিয়াসে
কোথা যে যাবে সে
পথ জানে না

সখী, আঁধারে একেলা ঘরে
মন মানে না

ঝরোঝরো নীরে নিবিড় তিমিরে
সজল সমীরে গো
ঝরোঝরো নীরে নিবিড় তিমিরে
সজল সমীরে গো
যেন কার বাণী কভু কানে আনে
যেন কার বাণী কভু কানে আনে
কভু আনে না

সখী, আঁধারে একেলা ঘরে
মন মানে না



Credits
Writer(s): Purabi Mukhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link