Esho Shyamala Sundar

এসো শ্যামল সুন্দর
আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা
বিরহিণী চাহিয়া আছে আকাশে
শ্যামল সুন্দর

সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে
তমালকুঞ্জপথে সজল ছায়াতে
নয়নে জাগিছে করুণ রাগিণী

শ্যামল সুন্দর

বকুলমুকুল রেখেছে গাঁথিয়া
বাজিছে অঙ্গনে মিলনবাঁশরি
বকুলমুকুল রেখেছে গাঁথিয়া
বাজিছে অঙ্গনে মিলনবাঁশরি
আনো সাথে তোমার মন্দিরা
চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে সে
বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী
ঝঙ্কারিবে মঞ্জীর রুণু রুণু

শ্যামল সুন্দর

বকুলমুকুল রেখেছে গাঁথিয়া
বাজিছে অঙ্গনে মিলনবাঁশরি
বকুলমুকুল রেখেছে গাঁথিয়া
বাজিছে অঙ্গনে মিলনবাঁশরি
আনো সাথে তোমার মন্দিরা
চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে সে
বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী
ঝঙ্কারিবে মঞ্জীর রুণু রুণু

শ্যামল সুন্দর
আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা
বিরহিণী চাহিয়া আছে আকাশে
শ্যামল সুন্দর



Credits
Writer(s): Dwijen Mukhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link