Amar Pran Binodiya

আমার প্রাণ বিনোদিয়া রে, আমার বন্ধু বিনোদিয়া
আমার প্রাণ বিনোদিয়া রে, আমার বন্ধু বিনোদিয়া
আমি আর কতকাল রাখবো বলো যৌবন প্রদীপ জ্বালাইয়া রে
প্রাণ বিনোদিয়া

আমার প্রাণ বিনোদিয়া রে, আমার বন্ধু বিনোদিয়া

আগে যদি জানতাম, বন্ধু, যাইবা রে ছাড়িয়া
আমি দুই চরণ বেন্ধে রাখতাম
দুই চরণ বেন্ধে রাখতাম মাথার কেশ দিয়া রে
প্রাণ বিনোদিয়া

আমার প্রাণ বিনোদিয়া রে, আমার বন্ধু বিনোদিয়া

মাতা ছাড়ালাম, পিতা ছাড়লাম, ছাড়লাম সোনার পুরী
আমি তোমায় লয়ে পাগল হয়ে
তোমায় লয়ে পাগল হয়ে দেশে দেশে ঘুরি রে
প্রাণ বিনোদিয়া

আমার প্রাণ বিনোদিয়া রে, আমার বন্ধু বিনোদিয়া
আমার প্রাণ বিনোদিয়া রে, আমার বন্ধু বিনোদিয়া
আমি আর কতকাল রাখবো বলো যৌবন প্রদীপ জ্বালাইয়া রে
প্রাণ বিনোদিয়া

আমার প্রাণ বিনোদিয়া রে, আমার বন্ধু বিনোদিয়া
আমার প্রাণ বিনোদিয়া রে, আমার বন্ধু বিনোদিয়া



Credits
Writer(s): Dp, Shujeo Shyam
Lyrics powered by www.musixmatch.com

Link