Amar Bankey Aache

আমার bank-এ আছে টাকা
আছে pocket-এ check বই
সেই check কাটতে লাগে শুধু
অন্য লোকের সই

আমার bank-এ আছে টাকা
আছে pocket-এ check বই
সেই check কাটতে লাগে শুধু
অন্য লোকের সই
তাই ধুলোমুঠি করে নেই যে সোনা ভরে
ধুলোমুঠি করে সোনা নেই যে দু' হাত ভরে

আমার গানের গলা আছে
আমি রাগরাগিণী জানি

গা রে গা মা পা মা গা
পা ধা নি সা, গা মা পা সা
সা রে গা মা পা ধা নি সা

আমার গানের গলা আছে
আমি রাগরাগিণী জানি
তবু জলসা ঘরে যেতে লাগে
প্রভুর মেয়ের বাণী

তাই মারি গানের ভূত এ দেশে
লাগে যে হৈ চৈ

আমার bank-এ আছে টাকা
আছে pocket-এ check বই
সেই check কাটতে লাগে শুধু
অন্য লোকের সই
তাই, ধুলোমুঠি করে নেই যে সোনা ভরে
ধুলোমুঠি করে সোনা নেই যে দু' হাত ভরে

আমি একটি পথই জানি, ওই ভালোবাসার পথ
এড়িয়ে চলি চৌরাস্তার নানান মুনির মত
আমি একটি পথই জানি, ওই ভালোবাসার পথ
এড়িয়ে চলি চৌরাস্তার নানান মুনির মত

আমার দেহেতে প্রাণ আছে
আমি বাঁচার মন্ত্র জানি

পা মা গা পা, তা লা লা ল্লা...

আমার দেহেতে প্রাণ আছে
আমি বাঁচার মন্ত্র জানি
কলুকে বলদ করে
আমি ঘোরাই তেলের ঘানি

আমি নিজেই নেপো হয়ে মারি
নিজের পাতা দই

আমার bank-এ আছে টাকা
আছে pocket-এ check বই
সেই check কাটতে লাগে শুধু
অন্য লোকের সই
তাই, ধুলোমুঠি করে নেই যে সোনা ভরে
ধুলোমুঠি করে সোনা নেই যে দু' হাত ভরে



Credits
Writer(s): Gouriprasanna Majumder, Hemanta Mukherjee, Ranjit Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link