Oder Kathay Dhada

ওদের কথায় ধাঁদা লাগে
তোমার কথা আমি বুঝি
ওদের কথায় ধাঁদা লাগে
তোমার কথা আমি বুঝি
ওদের কথায়
তোমার আকাশ তোমার বাতাস
এই তো সবই সোজাসুজি

ওদের কথায় ধাঁদা লাগে
তোমার কথা আমি বুঝি
ওদের কথায়

হৃদয়কুসুম আপনি ফোটে
জীবন আমার ভরে ওঠে
দুয়ার খুলে চেয়ে দেখি হাতের কাছে
আমার হাতের কাছে সকল পুঁজি

ওদের কথায় ধাঁদা লাগে
তোমার কথা আমি বুঝি
ওদের কথায়

সকাল সাঁজে সুর যে বাজে
ভুবন-জোড়া তোমার নাটে
আলোর জোয়ার বেয়ে
তোমার তরী আসে
তোমার তরী আসে আমার ঘাটে

সকাল সাঁজে সুর যে বাজে
ভুবন-জোড়া তোমার নাটে
আলোর জোয়ার বেয়ে
তোমার তরী আসে
তোমার তরী আসে আমার ঘাটে

শুনব কী আর বুঝব কী বা
এই তো দেখি রাত্রিদিবা
ঘরেই তোমার আনাগোনা
পথে কি আর, পথে
পথে কি আর তোমায় খুঁজি

ওদের কথায় ধাঁদা লাগে
তোমার কথা আমি বুঝি
ওদের কথায়



Credits
Writer(s): Suchitra Mitra
Lyrics powered by www.musixmatch.com

Link