Hridoye Chhile Jege

হৃদয়ে ছিলে জেগে
দেখি আজ শরত মেঘে
হৃদয়ে-

কেমনে আজকে ভোরে গেল গো গেল সরে
তোমার ওই আঁচলখানি শিশিরের ছোঁয়া লেগে

হৃদয়ে-

কী যে গান গাহিতে চাই
বাণী মোর খুঁজে না পাই
কী যে গান গাহিতে চাই
বাণী মোর খুঁজে না পাই

সে যে ওই শিউলিদলে ছড়ালো কাননতলে
সে যে ওই ক্ষণিক ধারায় উড়ে যায় বায়ুবেগে

হৃদয়ে ছিলে জেগে
দেখি আজ শরতমেঘে
হৃদয়ে-



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link