Elo Re Notun Gaan

শরৎ প্রভাত বুঝি মিষ্টি হাসে
আকাশে মেঘের খেলা
কাশের বনের দোলা লাগলো মনে
এবার যে ছুটির পালা

মা যে আসবে জানি
সে আশায় দিন গুনি
আগমনীর নতুন ছোঁয়ায়

এলো যে খুশির বান দিল দরিয়ায়
এলো রে নতুন গান সুর দরিয়ায়

একটি বছর ধরে সুখে-দুখে ঘরে ঘরে
আবাহন মা যে তোমার
তোমার আশিস, মাগো, আমার মাথায় রাখো
ধন্য সে স্পর্শ তোমার

মা, তুমি ধরায় এলে
দেখো ত্রিনয়ন মেলে
কোথাও সুখের বাতি
কোথাও আঁধার রাতি
কত প্রাণ প্রশ্ন জানায়

মা যে আসবে জানি
সে আশায় দিন গুনি
আগমনীর নতুন ছোঁয়ায়

এলো রে খুশির বান দিল দরিয়ায়
এলো রে নতুন গান সুর দরিয়ায়
এলো রে খুশির বান দিল দরিয়ায়
এলো রে নতুন গান সুর দরিয়ায়
এলো রে খুশির বান দিল দরিয়ায়
এলো রে নতুন গান সুর দরিয়ায়



Credits
Writer(s): Bipra Bala, Durbadal Biswas
Lyrics powered by www.musixmatch.com

Link