Nari Tumii Durga

মা মা
কখনও মা তুমি কখনও স্ত্রী তুমি
নারী তুমিই দুর্গা
মহালয়ার ভোরে
গ্রাম থেকে শহরে
তোমার জয়ের সুর গায়

ও কখনও মা তুমি কখনও স্ত্রী তুমি
নারী তুমিই দুর্গা
মহালয়ার ভোরে
গ্রাম থেকে শহরে
তোমার জয়ের সুর গায়
দশ-মহা-বিদ্যায় তুমি
তোমাতে আদি শক্তির বাস
সকল বাধায় পেরিয়ে পথে
করেছ দূর্গতি নাশ
করেছ দূর্গতি নাশ
করেছ দূর্গতি নাশ

কখনও মা তুমি কখনও স্ত্রী তুমি
নারী তুমিই দুর্গা
কখনও মা তুমি কখনও স্ত্রী তুমি
নারী তুমিই দুর্গা

मन्त्रसिद्धिप्रदां योनिसिद्धिदां लिंगशोभिताम्
प्रणमामि महामायां दुर्गां दुर्गतिनाशिनीम्
उग्रामुग्रमयीमुग्रतारामुग्रगणैर्युताम्
नीलां नीलघनश्यामां नमामि नीलसुन्दरीम्

পাহাড় সমান তুমি আত্ম-নির্ভর
সব নদীর মতোই স্বাধীন
বিশ্বেশ্বরীণ মহাঘোরান
বিকটান ঘোরণাদিনিম

ও মা, মা
পাহাড় সমান তুমি আত্ম-নির্ভর
সব নদীর মতোই স্বাধীন
বিশ্বেশ্বরীণ মহাঘোরান
বিকটান ঘোরণাদিনিম
দশ-মহা-বিদ্যায় তুমি
তোমাতে আদি শক্তির বাস
সকল বাধায় পেরিয়ে পথে
করেছ দূর্গতি নাশ
করেছ দূর্গতি নাশ
করেছ দূর্গতি নাশ
কখনও মা তুমি কখনও স্ত্রী তুমি
নারী তুমিই দুর্গা
কখনও মা তুমি কখনও স্ত্রী তুমি
নারী তুমিই দুর্গা

विश्वेश्वरीं महाघोरां विकटां घोरनादिनीम्
आद्यामाद्यगुरोराद्यामाद्यनाथप्रपूजिताम्
विश्वेश्वरीं महाघोरां विकटां घोरनादिनीम्
आद्यामाद्यगुरोराद्यामाद्यनाथप्रपूजिताम्

কি অপরূপ ধ্বনি শুনি, মননও মাঝে
তব দশম অবতারও তুমি
আমাদেরই মাঝে
বিপদওহীনা আজই, এসেছো ধরাধামে
কি অপরূপ তুমি



Credits
Writer(s): Ishan Mitra, Subrata Barishwala, Amit Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link