Bhebechi Tokey Bhule Jabo

কতবার ভেবেছি তোকে ভুলে যাবো
আরো বেশি মনে তোকে পড়ে যায়
কতবার ভেবেছি তোকে ভুলে যাবো
আরো বেশি মনে তোকে পড়ে যায়

জানি এ স্বপ্ন তোর ছাড়বে না পিছুটান
ভুলতে পারি না তোকে হারাতে হয়ে অসহায়

তোর কাছে যেতে চাই, তবু চাই না তোকে আবার
ভালোবাসা পেতে চাই, জানি মন নেই তোকে পাওয়ার
তোর কাছে যেতে চাই, তবু চাই না তোকে আবার
ভালোবাসা পেতে চাই, জানি মন নেই তোকে পাওয়ার

অজানা ঠিকানায় তোর হাত ধরে
ছুটে যাই মন খারাপে ঘুমের ঘোরে
যদিও ভুলতে চাই সেই কথাদের
আমি ছিলাম যখন তোর স্বভাবে
রোদেলা দিন বেরঙিন, রাতেরা আজ স্বপ্নহীন
অচেনা দেশ মনে হয় তোর শহর

জানি এ স্বপ্ন তোর ছাড়বে না পিছুটান
ভুলতে পারি না তোকে হারাতে হয়ে অসহায়

তোর কাছে যেতে চাই, তবু চাই না তোকে আবার
ভালোবাসা পেতে চাই, জানি মন নেই তোকে পাওয়ার
তোর কাছে যেতে চাই, তবু চাই না তোকে আবার
ভালোবাসা পেতে চাই, জানি মন নেই তোকে পাওয়ার

জানি তুই সাথে নেই আজ প্রতিদিন
সত্যি হলেও সব মানা কঠিন
অভিমানের সে দিন রোজ বলে যায়
মিথ্যে হলেও তুই ডাকিস আমায়
এভাবে তোর কথারা হয়ে আছে সাহারা
বেঁচে থাকার কারণ তুই আমার

জানি এ স্বপ্ন তোর ছাড়বে না পিছুটান
ভুলতে পারি না তোকে হারাতে হয়ে অসহায়

তোর কাছে যেতে চাই, তবু চাই না তোকে আবার
ভালোবাসা পেতে চাই, জানি মন নেই তোকে পাওয়ার
তোর কাছে যেতে চাই, তবু চাই না তোকে আবার
ভালোবাসা পেতে চাই, জানি মন নেই তোকে পাওয়ার



Credits
Writer(s): Keshab Dey
Lyrics powered by www.musixmatch.com

Link