Bicharpoti

বিচারপতির কাছে আমি দেবো না বিচার
এই জীবনে কেন তুমি হলে না আমার
বিচারপতির কাছে আমি দেবো না বিচার
এই জীবনে কেন তুমি হলে না আমার
আমাকেই আমি দেবো সাজা

দেখবে তুমি দুই নয়নে তোমার বাড়ির ওই উঠোনে
দেখবে তুমি দুই নয়নে তোমার বাড়ির ওই উঠোনে
সবাই মিলে আমায় যখন দেবে জানাজা

ময়না রে, ও ময়না
কারো মনে ব্যথা দিয়ে কেউ তো সুখী হয় না
কারো মনে ব্যথা দিয়ে কেউ তো সুখী হয় না

আমার মনের ভালোবাসা তুমি কভু বুঝলা না
আমি শুধু তোমায় খুঁজলাম, তুমি আমায় খুঁজলা না
আমার মনের ভালোবাসা তুমি কভু বুঝলা না
আমি শুধু তোমায় খুঁজলাম, তুমি আমায় খুঁজলা না

পাঁচ ওয়াক্তে লক্ষটি বার নাম জপেছি শুধুই তোমার
পাঁচ ওয়াক্তে লক্ষটি বার নাম জপেছি শুধুই তোমার
তোমার প্রেমের নামাজ আমার হয়নি কভু কাজা

ময়না রে, ও ময়না
কারো মনে ব্যথা দিয়ে কেউ তো সুখী হয় না
কারো মনে ব্যথা দিয়ে কেউ তো সুখী হয় না

অনেক ভালোবাসা দিলাম, তবু আপন হইলা না
কীসের অভাব ছিল আমার, আজও তুমি কইলা না
অনেক ভালোবাসা দিলাম, তবু আপন হইলা না
কীসের অভাব ছিল আমার, আজও তুমি কইলা না

সব হারিয়ে এই জীবনের জল ঝরিয়ে দুই নয়নের
সব হারিয়ে এই জীবনের জল ঝরিয়ে দুই নয়নের
করলে নাহয় আমার সাথে অনেকখানি মজা

ময়না রে, ও ময়না
কারো মনে ব্যথা দিয়ে কেউ তো সুখী হয় না
কারো মনে ব্যথা দিয়ে কেউ তো সুখী হয় না

বিচারপতির কাছে আমি দেবো না বিচার
এই জীবনে কেন তুমি হলে না আমার
আমাকেই আমি দেবো সাজা

দেখবে তুমি দুই নয়নে তোমার বাড়ির ওই উঠোনে
দেখবে তুমি দুই নয়নে তোমার বাড়ির ওই উঠোনে
সবাই মিলে আমায় যখন দেবে জানাজা

ময়না রে, ও ময়না
কারো মনে ব্যথা দিয়ে কেউ তো সুখী হয় না
কারো মনে ব্যথা দিয়ে কেউ তো সুখী হয় না



Credits
Writer(s): Delowar Arjuda Sharaf
Lyrics powered by www.musixmatch.com

Link