Tumi Alor Kachhei Jeo

তুমি আলোর কাছেই যেও
আমি না হয় মিথ্যে হলাম
তুমি আলোর কাছেই যেও
আমি না হয় মিথ্যে হলাম

না হয় জলের রোদ হয়ে
না হয় তোমার ছায়া ছুঁলাম

তুমি আলোর কাছেই যেও
তুমি আলোর কাছেই যেও

তবু নদীর সুরেই গেও
আমি তো সেই অন্ধপথের
তবু নদীর সুরেই গেও
আমি তো সেই অন্ধপথের

বাঁক এর পরে জটিল বাঁকের
কাগজের এক গ্রাম

তুমি বৃষ্টি হয়েই ঝোরো
আমি না হয় শুকনো পাতা
না হয় জলের অক্ষরে
না হয় ছেঁড়া চিঠি হলাম

তুমি আকাশ জুড়েই উড়ো
আমি তো এক নগর কবি
জানলা দিয়ে ভাবছি ছবি
যা গেছে তা গেছে সবই

তুমি আলোর কাছেই যেও
তুমি আলোর কাছেই যেও



Credits
Writer(s): Sumit Bandyopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link