Chitke Ase

ছিটকে আসে একটা তারা
ছিটকে আসে প্রাণ
ছিটকে আসে থালার মাঝে
একটা কাঁচা ধান

শিস থেকে ওই ছিটকে এলো
সবার অলক্ষ্যে
নবান্নে ঐ সুর বাজে শুনি
আমারে এ বক্ষে

ছিটকে আসে গ্রামিন স্বপ্ন
দেবদারু হাওয়া
তারি মাঝে একটা দুটো
স্বপ্ন আসা যাওয়া

কাঠবেড়ালি অর্জুন গাছ
লুকোচুরি খেলা
একাকী ওই চাঁদের পাহাড়
দুচোখে জল ফেলা

ধানের শিসে রং লেগেছে
দেরি কোথায় আর
আকাশ মাঝে কপোত আনে
নতুন সমাচার

নবান্নের দিন আসে ঐ
আগাম আনন্দে
দিনগুলি সব ভরে দেখি
আবার আ-মন্দে

ছিটকে আসে একটা তারা
ছিটকে আসে প্রাণ
ছিটকে আসে থালার মাঝে
একটা কাঁচা ধান

ইথার থেকে ঝরলো শিশির
সবার অলক্ষ্যে
নবান্নের সুর বাজে ঐ
আমার এ বক্ষে।



Credits
Writer(s): Prad Kc
Lyrics powered by www.musixmatch.com

Link