Dhak Baaja Komor Nacha

ঠাকুর থাকবে কতক্ষণ
ঠাকুর যাবে বিসর্জন
ঠাকুর থাকবে কতক্ষণ
ঠাকুর যাবে বিসর্জন

মনে সুর ঢ্যাং কুরাকুর
খুশির মেজাজ
এবারে জমবে দেখো
ভাসানেরই নাচ

মনে সুর ঢ্যাং কুরাকুর
খুশির মেজাজ
এবারে জমবে দেখো
ভাসানেরই নাচ

বরণডালা, যাবার পালা
যেও না চলে, মা, থাকো কিছুক্ষণ

ঢাক বাজা, কোমর নাচা
যাবে মা, যাবে বিসর্জন
ঢাক বাজা, কোমর নাচা
যাবে মা, যাবে বিসর্জন

বিদায় বেলা হোক সিঁদুর খেলা
মাগো, সবার চোখ হয় যে ছলছল
আলতা রাঙা পায়, অপার মহিমায়
মাগো, তোমার রূপ করে যে ঝলমল

আলোর ভুবন, মায়ার জীবন
আরে, আলোর ভুবন, মায়ার জীবন
তোমারই পায়ে যে করেছি সমর্পণ

ঢাক বাজা, কোমর নাচা
যাবে মা, যাবে বিসর্জন
ঢাক বাজা, কোমর নাচা
যাবে মা, যাবে বিসর্জন

এলো খুশির হাওয়া তোমার চরণ ছোঁয়া
মনের সুখেই নাচি ধুনুচি নাচ
কাঁসর ঘন্টার তালে সবার কোমর দোলে
মাতালো ভুবন ঢাকের আওয়াজ

এসো মা ঘরে বছর পরে
এসো মা ঘরে বছর পরে
তোমারই আশায় থাকবো সারাক্ষণ

ঢাক বাজা, কোমর নাচা
যাবে মা, যাবে বিসর্জন
ঢাক বাজা, কোমর নাচা
যাবে মা, যাবে বিসর্জন

ঢাক বাজা, কোমর নাচা
যাবে মা, যাবে বিসর্জন
যাবে মা, যাবে বিসর্জন
যাবে মা, যাবে বিসর্জন



Credits
Writer(s): Souvik Gupta, Raja Chanda
Lyrics powered by www.musixmatch.com

Link