Prano Sokha Bondhu Amar

প্রাণ সখা বন্ধু আমার কোথায় যাও চলিয়া
আবার আসব ফিরে আমি এই কথা বলিয়া
প্রাণ সখা বন্ধু আমার কোথায় যাও চলিয়া
ফিরে আসব আবার আমি এই কথা বলিয়া
তুমি বন্ধু আমার প্রানে দিলে বিরহ জ্বালিয়া
রে বন্ধু বিরহ জ্বালিয়া

তুমি ছিলে বন্ধু আমার আর ছিল না কেহ
তোমার সাথে মনটা যাবে পড়ে থাকবে দেহ
তুমি ছিলে বন্ধু আমার আর ছিল না কেহ
তোমার সাথে মনটা যাবে পড়ে থাকবে দেহ
কি করিব এমন স্থবির মরা দেহ নিয়া
প্রাণ সখা বন্ধু আমার কোথায় যাও চলিয়া
ফিরে আসব আবার আমি এই কথা বলিয়া

আমায় সঙ্গে নাও গো তুমি ছাড়িয়া যেও না
তুমি ছাড়া এমন আপন আর যে কেহ না
আমায় সঙ্গে নাও গো তুমি ছাড়িয়া যেও না
তুমি ছাড়া এমন আপন আর যে কেহ না
প্রেম বিরহে মরিয়া গেলে পাইবে না ফিরে আসিয়া
প্রাণ সখা বন্ধু আমার কোথায় যাও চলিয়া
ফিরে আসব আবার আমি এই কথা বলিয়া

ফিরে আসব আবার আমি এই কথা বলিয়া
প্রাণ সখা বন্ধু আমার কোথায় যাও চলিয়া
আবার আসব ফিরে আমি এই কথা বলিয়া
এই কথা বলিয়া
এই কথা বলিয়া



Credits
Writer(s): Prad Kc
Lyrics powered by www.musixmatch.com

Link