O Boudi

ও বৌদি দাদা কি তাকিয়ে দেখে না
ও বৌদি দাদা কি তাকিয়ে দেখে না
ঠাকুরপোরা আছে তোমার চিন্তা কোরো না
ঠাকুরপোরা আছে তোমার চিন্তা কোরো না
লাগলে বোলো হাজির হবো
সুখে দুখের কথা কবো
ধন্দে পোড়ো না
ও বৌদি দাদা কি তাকিয়ে দেখে না
ঠাকুরপোরা আছে তোমার চিন্তা কোরো না
লাগলে বোলো হাজির হবো
সুখে দুখের কথা কবো
ধন্দে পোড়ো না
ও বৌদি দাদা কি তাকিয়ে দেখে না

দুপুর দুপুর খেয়ে দেয়ে ঘুমটা যখন পায়
তোমার ঘরের জানলা দিয়ে চোখটা চলে যায়
দুপুর দুপুর খেয়ে দেয়ে ঘুমটা যখন পায়
তোমার ঘরের জানলা দিয়ে চোখটা চলে যায়
ঘরের কাজে পরিশান্ত দেখতে পাই তোমায়
তাই না দেখে মাইরি বলছি ভীষন কষ্ট পায়
ঘরের কাজে পরিশান্ত দেখতে পাই তোমায়
তাই না দেখে মাইরি বলছি ভীষন কষ্ট পায়
মনে হয় ডাকতে যদি করে দিতাম কাজ
তুমি তখন সাজতে বসে ঐশ্বরিয়া সাজ
মনে হয় ডাকতে যদি করে দিতাম কাজ
তুমি তখন সাজতে বসে ঐশ্বরিয়া সাজ
কিন্তু তরী কূলে এসেও তীরে ঠেকে না
ও বৌদি দাদা কি তাকিয়ে দেখে না
ও বৌদি দাদা কি তাকিয়ে দেখে না

বিকেলবেলা ছাদে তুমি কাপড় তুলতে আসো
কুকুরটাকে জড়িয়ে ধরে কত্তো ভালোবাসো
বিকেলবেলা ছাদে তুমি কাপড় তুলতে আসো
কুকুরটাকে জড়িয়ে ধরে কত্তো ভালোবাসো
পাকা রোদে চুল এলিয়ে রোদ পোয়াতে বসো
আমার চোখে চোখ পড়লে মিষ্টি করে হাসো
পাকা রোদে চুল এলিয়ে রোদ পোয়াতে বসো
আমার চোখে চোখ পড়লে মিষ্টি করে হাসো
ভাবি তুমি পটে গেছো এবার কেল্লা ফতে
কিন্তু তুমি উদাসী থাক ডাক না কোন মতে
ভাবি তুমি পটে গেছো এবার কেল্লা ফতে
কিন্তু তুমি উদাসী থাক ডাক না কোন মতে
আগে পিছে ঘুরঘুর করি কিছুই বোঝো না
ও বৌদি দাদা কি তাকিয়ে দেখে না
ও বৌদি দাদা কি তাকিয়ে দেখে না
ঠাকুরপোরা আছে তোমার চিন্তা কোরো না
লাগলে বোলো
লাগলে বোলো হাজির হবো
সুখে দুখের কথা কবো
ধন্দে পোড়ো না
ও বৌদি দাদা কি তাকিয়ে দেখে না
দাদা কি তাকিয়ে দেখে না
ও বৌদি
লালা লালা লালা লালা লালা লালা লা
লালা লালা লালা লালা লালা লালা লা
লালা লালা লালা লালা লালা লালা লা
লালা লালা লালা লালা লালা লালা লা
ও বৌদি



Credits
Writer(s): Prad Kc
Lyrics powered by www.musixmatch.com

Link