Porer Zagah Porer Zomeen

The sky was cloudy again last afternoon
The pavement was full of faces rapidly changing positions
The neon lights called for dusk
The city of lunatics awoke to celebrate
Some left in agitation, the city wasn't doing them any good
They had a poor memory, the city remembered it all
Love never leaves a mother

The lunatics were busy writing scripts of melodrama
Love never left them, the mother inside them
Yet another afternoon, searching for a cup of peace, in a jungle of concrete
They knew the ones who left
They loved them, they still do
Lunacy didn't conquer their memories
Mothers never stopped loving, they smiled

Dusk was approaching
In the translucence, they found it easier to see
All were traitors, all were children
They chose like mothers
The city of the lunatics awoke again to celebrate, to love

পরের জাগা, পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই গো
আমি তো সেই ঘরের মালিক নই

পরের জাগা, পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই গো
আমি তো সেই ঘরের মালিক নই

ঘরখানা যার জমিনদারি
আমি পাই না তাহার হুকুমজারি
এই ঘরখানা যার জমিনদারি
আমি পাই না তাহার হুকুমজারি
আমি পাই না জমিনদারের দেখা
পাই না জমিনদারের দেখা
মনের দুখু কারে কই
মনের দুখু কারে কই
আমি তো সেই ঘরের মালিক নই গো
আমি তো সেই ঘরের মালিক নই

পরের জাগা, পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই গো
আমি তো সেই ঘরের মালিক নই

জমিনদারের ইচ্ছা মতো
আরে জমিনদারের ইচ্ছা মতো হয় না জমি চাষ
আরে জমিনদারের ইচ্ছা মতো হয় না জমি চাষ
আরে তাইতে ফলে না রে, দুঃখ ১২ মাস
আরে তাইতে ফলে না রে, দুঃখ ১২ মাস
ওরে দুঃখ ১২ মাস

আমি খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নিলাম
আমি খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নিলাম
আমি কী করিবো, কোথায় যাবো
কী করিবো, কোথায় যাবো
দাখিলায় নিলো না সই
দাখিলায় নিলো না সই
আমি তো সেই ঘরের মালিক নই গো
আমি তো সেই ঘরের মালিক নই

আরে পরের জাগা, পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই গো
আমি তো সেই ঘরের মালিক নই



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link