Sakhi Oi Bhujhi Banshi

সখী, ওই বুঝি বাঁশি বাজে
সখী, ওই বুঝি বাঁশি বাজে
সখী, ওই বুঝি বাঁশি বাজে
বনমাঝে কি মনোমাঝে
বনমাঝে কি মনোমাঝে
সখী, ওই বুঝি বাঁশি বাজে

বসন্তবায় বহিছে কোথায়
কোথায় ফুটেছে ফুল
বলো গো সজনি, এ সুখরজনী
কোনখানে উদিয়াছে
বনমাঝে কি মনোমাঝে
বনমাঝে কি মনোমাঝে

সখী, ওই বুঝি বাঁশি বাজে

যাব কি যাব না মিছে এ ভাবনা
মিছে মরি লোকলাজে
সখী, মিছে মরি লোকলাজে
কে জানে কোথা সে বিরহহুতাশে
ফিরে অভিসারসাজে
বনমাঝে কি মনোমাঝে
বনমাঝে কি মনোমাঝে

সখী, ওই বুঝি বাঁশি বাজে
সখী, ওই বুঝি বাঁশি বাজে
সখী, ওই বুঝি বাঁশি বাজে
বনমাঝে কি মনোমাঝে
বনমাঝে কি মনোমাঝে
সখী, ওই বুঝি বাঁশি বাজে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link