Ishita

শহর tram-এর শব্দে শোনে মেঠো সুর
নদীর চোখের জলেই নোনা সমুদ্দুর
আমি আছি ঝরাপাতায়
নতুন খাতায় মলাট হয়ে

গান লিখতে ইচ্ছে করে
ছন্দ মেলে না
Last bench-এ বসি বলে
আমি মন্দ ছেলে না
কথা দিলাম কথা রাখার
মন দিয়ে মন হারাবার

চুল খোলা লাল শাড়ি
School ছুটির ঈশিতা
আনমনা, রাগ ভীষণ
মন কেমন, ঈশিতা

প্রেমেরই মানে বই থেকে
বয়েছে উদাসি হাওয়া
বিকেলে class-এর অজুহাত
ঠোঁটে প্রহর গোনা

থামবে না কোনো station-এই
সেই train-এ হারিয়ে যাওয়া
পরিযায়ী আর্দ্র মেঘেদের
মতন গল্প বোনা

আমি ভবঘুরে, জানি খুব বেসুরে
তবু শুনবে কি এই গান?

গান লিখতে ইচ্ছে করে
ছন্দ মেলে না
Last bench-এ বসি বলে
আমি মন্দ ছেলে না
কথা দিলাম কথা রাখার
মন দিয়ে মন হারাবার

চুল খোলা লাল শাড়ি
School ছুটির ঈশিতা
আনমনা, রাগ ভীষণ
মন কেমন, ঈশিতা

চুল খোলা লাল শাড়ি
School ছুটির ঈশিতা
আনমনা, রাগ ভীষণ
মন কেমন, ঈশিতা



Credits
Writer(s): Rishi Panda, Shreyam Acharya
Lyrics powered by www.musixmatch.com

Link