Ke Tomake Bas Be Valo

কে তোমাকে ভাসবে ভালো আমার মত করো
রাখবে তোমার আমার প্রানের আদরে আদরে
কে তোমারি ভাঙ্গে ভুল থাকলে রাগ করো তোমারে নিয়ে লিখি গান প্রতিটি প্রহরে।
ভালোবাসি তোমায় আমি বড় ভালো বাসি
তোমায় ছাড়া অন্য কিছু বুঝি নারে সখি
ভালো বাসি তোমায় আমি বড় ভালোবাসি তোমায় ছাড়া বুঝি অন্য কিছু বুঝি না গে সখি
তোমায় চোখে চাইলে আমি দুংখ ভুলে যাই ইচ্ছে করে তোমায় নিয়ে অধরে হারাই
তোমায় চোখে চাইলো আমি দুংখ ভুলে যাই
ইচ্ছে করে তোমায় নিয়ে অধরে হারাই
ভালোবাসি তোমায় আমি বড় ভালোবাসি
তোমায় ছাড়া অন্য কিছু ঝুছি না গে সখি ভালোবাসি ভালোবাসি তোমায় আমি বড় ভালোবাসি
তোমায় ছাড়া অন্য কিছু বুঝি না গে সখি
কে তোমাকে ভাসবে ভালো আমার মত করে রাখবে তোমার আমার প্রানের আদরে আদরে
ফুলে ফুলো ভরে দিবো তোমারি জীবন
যদি তুমি ভালোবাসে করবো অপন
ফুলে ফুলে ভরে দিবো তোমারি জীবন
যদি তুমি ভালোবাসে করবো অপন

ভালোবাসি তোমায় আমি বড় ভালোবাসি তোমায় ছাড়া
অন্য কিছু বুঝি না গে সখি

ভালোবাসি তোমায় আমি বড় ভালোবাসি তোমায় ছাড়া অন্য কিছু বুঝি না গে সখি

কে তোমাকে ভাসবে ভালো আমার মত করে রাখবে
তোমায় আমার প্রানের আদরে আদরে



Credits
Writer(s): Mahim Hossain Mukit, Mahim Hossain Mukto
Lyrics powered by www.musixmatch.com

Link