Tumi Shudu Amar

তুমি আর কারো নাও তুমি সুধু আমার তুমি আর কারো নাও
তুমি সুধু আমার
তোমারি মাঝে দেখেছি পৃথিবী যত সকল সুখী আলো
তোমারি জন্য বদলি দিয়েছি
আমার এই জীবন
তুমি আর কারো নাও তুমি সুধু আমার তুমি আর কারো নাও
তুমি সুধু আমার
এই আমি কি ছিলাম আগে বুঝেনি কেউ আমাকে
এই আমি কি ছিলাম আগে বুঝেনি কেউ আমাকে
তুমিতে সে কালে আমায়
ভালোবসার বানাতে কি হয় তোমারি টলে করি বিভর
নিজেকে সবার পন তুমি আর কারো নাও
তুমি সুধু আমার তুমি আর কারো নাও
তুমি সুধু আমার এই কথা বলেতে যাবো না
সেই সৃতি মুছে তো দিবে না এই কথা বলেতে যাবো না
সেই সৃতি মুছে তো দিবে না চিরো দিন এভাবে আমায়
ভালো বাসে প্রিয়তমা ভুলে যদি যাও এই হুদয়ে
হয়ে যাবে শেষ এই জীবন
তুমি আর কারো নাও তুমি সুধু আমার তুমি আর কারো নাও তুমি সুধু আমার তুমি আর কারো নাও তুমি সুধু আমার



Credits
Writer(s): Mahim Hossain Mukit
Lyrics powered by www.musixmatch.com

Link