Ishara Dile

আমরা আজ সবাই
অনেক দূরের পথের সঙ্গীরা
বন্ধু পুরোনো
যাবো বহুদূর ঘরবন্দিরা

ফেলে রাখা কথা জমবে না আর
ছুটি দিয়ে ব্যস্ততা একসাথে আবার
নতুন হওয়ায় সব কাজ ভুলে
শুধু একজোট হয়ে তোরা

ইশারা দিলে ছুটে চলে যাই
নতুন কোনো ঠিকানায়

সন্ধ্যের খোলা আকাশের নিচে
গোপন কথার ভিড়
সেই ছেলেবেলা, হারানো দিন ছিল
বেশখানি রঙিন

আজ জমে টাকা, জমে দেনা, বাড়ে মাথা ব্যথা
জমে না সময়
সব শখ আজ হারিয়ে ফেলেছি
বাড়ন্ত ব্যস্ততায়

তাই পাহাড়িয়া গ্রামে সন্ধ্যে নামে
যখন আমায় ছাড়া
মেঠো পথে ঢাকা ঘাসের চাদর
আর জেগে থাকা শুকতারার

ইশারা পেলে ছুটে চলে যাই
নতুন কোনো ঠিকানায়

ইশারা দিলে (ইশারা দিলে) ছুটে চলে যাই (ছুটে চলে যাই)
নতুন কোনো (নতুন কোনো) ঠিকানায় (ঠিকানায়)



Credits
Writer(s): Rishi Panda
Lyrics powered by www.musixmatch.com

Link