Vober Majhe Eli Ore

ভবের মাঝে এলি ওরে
মায়ের ভুবন আলো করে
অন্য রাতে শূন্য হাতে
অন্য রাতে শূন্য হাতে
সে কথা তুই জানিস না রে
ভুবন আলো করে
ভবের মাঝে এলি ওরে

কালের ফেরে কাল কাটালি
নিজের ভেবে ভরলি ঝুলি
কালের ফেরে কাল কাটালি
নিজের ভেবে ভরলি ঝুলি
আপনজনের ভুলে গেলি
সারাজীবন ধরে

ভবের মাঝে এলি ওরে
মায়ের ভুবন আলো করে
অন্য রাতে শূন্য হাতে
সে কথা তুই জানিস না রে
ভুবন আলো করে
ভবের মাঝে এলি ওরে

মন ভরেছিস অহংকারে
এখন ছুটে করবে কী রে
মন ভরেছিস অহংকারে
এখন ছুটে করবে কী রে
সুখের তরী ভাসিয়ে চলে
কূল পাবে নি নীড়ে

ভবের মাঝে এলি ওরে
মায়ের ভুবন আলো করে
অন্য রাতে শূন্য হাতে
অন্য রাতে শূন্য হাতে
সে কথা তুই জানিস না রে
ভুবন আলো করে
ভবের মাঝে এলি ওরে



Credits
Writer(s): Dibakar Nath
Lyrics powered by www.musixmatch.com

Link