Likhono Tomar

একটি ছোট্ট ঘটনা, আপাতদৃষ্টিতে সামান্য
কিন্ত কোনো কোনো সময় এই সামান্যই যে সৃষ্টির উপাদান হয়ে
স্রষ্টার অসমন্নতায় পৌছে যায় উত্তঙ্গ মাত্রায়
অতল গভীরতায় পরের গানটি তারই সাক্ষ্য বহন করছে
১৯২৬ সালের এক বায়ুময় দিনে
শান্তিনিকেতনের কাঁকরের পথে
উড়ে চলেছে বহু পুরাতন একটি চিঠির ছোটো একটি ছেঁড়া টুকরো
রবীন্দ্রনাথ দেখলেন এবং লিখলেন

লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি
হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি
লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি
হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি
লিখন তোমার-

চৈত্ররজনী আজ বসে আছি একা
পুন বুঝি দিল দেখা
বনে বনে তব লেখনীলীলার রেখা
নবকিশলয়ে গো
কোন ভুলে এল ভুলি
তোমার পুরানো আখরগুলি
নবকিশলয়ে গো
কোন ভুলে এল ভুলি
তোমার পুরানো আখরগুলি

লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি
হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি
লিখন তোমার-

মল্লিকা আজি কাননে কাননে কত
সৌরভে-ভরা তোমারি নামের মতো
কোমল তোমার অঙ্গুলি-ছোঁওয়া বাণী
মনে দিল আজি আনি

বিরহের কোন ব্যথাভরা লিপিখানি
মাধবীশাখায় উঠিতেছে দুলি দুলি

তোমার পুরানো আখরগুলি
লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি
হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি
লিখন তোমার-



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link