Liluya Batasher Pran

লিলুয়া বাতাসে রে প্রাণ
না জুড়ায়, না জুড়ায় রে
লিলুয়া বাতাসে রে প্রাণ
না জুড়ায়, না জুড়ায় রে

মানা করি দখিন হাওয়া
লাগিস না মোর গায়
মানা করি দখিন হাওয়া
লাগিস না মোর গায়

যার প্রেমে পোড়া অঙ্গ
যার প্রেমে পোড়া অঙ্গ
তারে প্রাণে চায় রে, প্রাণ
না জুড়ায়, না জুড়ায় রে

লিলুয়া বাতাসে রে প্রাণ
না জুড়ায়, না জুড়ায় রে

মনে করি শান্তি পাবো
শুইয়া বিছানায়
মনে করি শান্তি পাবো
শুইয়া বিছানায়

দুই চক্ষু মুদিলে ঘরে
দুই চক্ষু মুদিলে ঘরে
কেবা গুনগুনায় রে, প্রাণ
না জুড়ায়, না জুড়ায় রে

লিলুয়া বাতাসে রে প্রাণ
না জুড়ায়, না জুড়ায় রে

সুনামগঞ্জের মানুষ আমি
জানে সবজনায়
সুনামগঞ্জের মানুষ আমি
জানে সবজনায়

কীবা দোষ পাইয়া বন্ধে
কীবা দোষ পাইয়া বন্ধে
কুনাম রটায় রে, প্রাণ
না জুড়ায়, না জুড়ায় রে

লিলুয়া বাতাসে রে প্রাণ
না জুড়ায়, না জুড়ায় রে

মিরাজ আলী কেন্দে বলে
বসে নিরালায়
মিরাজ আলী কেন্দে বলে
বসে নিরালায়

রোজে যেন প্রাণবন্ধু
রোজে যেন প্রাণবন্ধু
আসে পুনরায় রে, প্রাণ
না জুড়ায়, না জুড়ায় রে

লিলুয়া বাতাসে রে প্রাণ
না জুড়ায়, না জুড়ায় রে

না জুড়ায়, না জুড়ায় রে
না জুড়ায়, না জুড়ায় রে



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link