Kadajawle

আবার ঝড় বৃষ্টি নামালে
আমার ঘর তুমি ভাসালে
আঙুর টক, যদি না খেলে
কপাল সব, যদি না পেলে

প্রেমের ঘরে শেকল
বাইরে খুঁজে পাগল
সময় জানে কেন
বলবে না কখনো

চোরকে রাখলে পাহারায়
শান্তি কে আর না চায়
আঙ্গুলে সে নাচায়
আঙ্গুলে সে নাচায়

বন্ধুরা, কোথায় পালালে
মনমরা, এমন হারালে
ভগবান, কোথায় নামালে
আসমান আর আকাশ চেনালে

ফাঁকা অহংকারে সবাই গেছি সরে
এমন হলো সাজা, এখন সবাই রাজা
বেঁচে থাকার মজলিশে শান্তি আছে কীসে
অমৃতে না বিষে
অমৃতে না বিষে

কাদাজলে পা ডুবিয়ে দেখেছি জীবনটাকে
অনেক হলো অন্ধকারে, এবার আলোতে
কাদাজলে পা ডুবিয়ে চিনেছি আপন, কে পর
বাইরে থেকে দেখলে সাধু, ভেতর স্বার্থপর

কাদাজলে পা ডুবিয়ে দেখেছি জীবনটাকে
অনেক হলো অন্ধকারে, এবার আলোতে
কাদাজলে পা ডুবিয়ে চিনেছি আপন, কে পর
বাইরে থেকে দেখলে সাধু, ভেতর স্বার্থপর

কাদাজলে পা ডুবিয়ে



Credits
Writer(s): Lakkhichhara
Lyrics powered by www.musixmatch.com

Link