Tor Laiga Re

দয়াল তোর লাইগা রে
ফয়েজি তোর লাইগা রে
আমার অঙ্গ জড়জড়
মনে লয় উড়িয়া যাইতাম
ছাইড়া বাড়ি ঘর
ফযেজি তোর লাইগা রে
ও মুর্শিদ ও

খেয়া- ঘাটের কাছে গেলাম
পাড় হইবার আশে
খেয়া -ঘাটের কাছে গেলাম
পাড় হইবার আশে
আমারে দেখিয়া রে খেয়া
দূরে দূরে ভাসে গো দয়াল
আমারে দেখিয়া রে খেয়া
দূরে দূরে ভাসে গো ফয়েজি
তোর লাইগা রে

আমার অঙ্গ জড়জড়
মনর লয় উড়িয়া যাইতাম
ছাইড়া বাড়ি ঘর
বা-জান তোর লাইগা রে
ও মুর্শিদ ও

গহীনও জঙ্গলার মাঝে
বাঁধিলাম এ ঘর
গহীন ও জঙ্গলার মাঝে
বাঁধিলাম এ ঘর
ভাইও নাই রে বান্ধবও নাই রে
কে লইবে খবর ফয়েজি
ভাইও নাই রে বান্ধবও নাই রে
কে লইবে খবর
ফয়েজ শাহ্ তোর লাইগা রে
ফয়েজ শাহ্ তোর লাইগা রে
আমার অঙ্গ জড়জড়
মনে লয় উড়িয়া যাইতাম
ছাইড়া বাড়ি ঘর
বা-জান তোর লাইগা রে
ও মুর্শিদ ও

বট বৃখের নিচে গেলাম
ছাঁয়া পাইবার আশে
বট বৃখের নিচে গেলাম
ছাঁয়া পাইবার আশে
ডাল ভাঙ্গিয়া রৌদ্র নামে
আপন কর্ম দোষে ফয়েজ শাহ্
ডাল ভাঙ্গিয়া রৌদ্র নামে
আপন কর্ম দোষে
ফয়েজ শাহ্ তোর লাইগা রে
আমার অঙ্গ জড়জড়
মনে লয় উড়িয়া যাইতাম
ছাইড়া বাড়ি ঘর
বা-জান তোর লাইগা রে



Credits
Writer(s): Kazi Bondhone
Lyrics powered by www.musixmatch.com

Link