Duburi

এবার নতুন যাত্রা শুরু
লক্ষ্য বহুদূর
শুরুর দাগে দাঁড়িয়ে আমি
সামনে সমুদ্দুর

ঢেউগুলো সব উথাল পাথাল
ভাঙছে বালির চর
কালো মেঘে আঁধার করে
আনবে কঠিন ঝড়

দিলাম ডুব
নতুন আশা, নতুন সাহস, নতুন বল
হলাম চুপ
সাথেই হারিয়ে গেল শহরের কোলাহল

দিলাম ডুব
এখন ক্ষুদ্র আমি, বিশাল কালো রাত
দিলাম ডুব
জানি সামলে নেবো গভীর সব আঘাত

এখন শুধু আমার আমি
চারিদিক আমার
অন্ধকারও চিবুক ছুঁয়ে
বাড়াচ্ছে দু'হাত

এখন আটকে থাকার নেই কোনো ভয়
সময় হারাবার
শুধুই আস্তে সাঁতার কাটবো আমি
পৌঁছোবো ওপার

দিলাম ডুব
নতুন আশা, নতুন সাহস, নতুন বল
হলাম চুপ
সাথেই হারিয়ে গেল শহরের কোলাহল

দিলাম ডুব
এখন ক্ষুদ্র আমি, বিশাল কালো রাত
দিলাম ডুব
জানি সামলে নেবো গভীর সব আঘাত



Credits
Writer(s): Rishi Panda
Lyrics powered by www.musixmatch.com

Link