Bhromor

ভ্রমর কইয়ো গিয়া
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে.
অঙ্গ যায় জ্বলিয়া রে
ভ্রমর কইয়ো গিয়া
ভ্রমর কইয়ো গিয়া
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে.
অঙ্গ যায় জ্বলিয়া রে
ভ্রমর কইয়ো গিয়া
Instrument
ভ্রমররে...
কইয়ো কইয়ো কইয়োরে ভ্রমর
কৃষ্ণরে বুঝাইয়া
ও ও ও
কইয়ো কইয়ো কইয়োরে ভ্রমর
কৃষ্ণরে বুঝাইয়া. .
মুই রাধা মইরা যাইমু . . .
কৃষ্ণ হারা হইয়ারে
ভ্রমর কইয়ো গিয়া।
ভ্রমর কইয়ো গিয়া . . .
Instrument
ভ্রমররে...
আগে যদি জানতাম রে ভ্রমর
যাইবা রে ছাড়িয়া
ও ও ও
আগে যদি জানতাম রে ভ্রমর
যাইবা রে ছাড়িয়া
মাথার কেশর দুভাগ করি
রাখিতাম বাঁধিয়া রে
ভ্রমর কইয়ো গিয়া।

ভ্রমর কইয়ো গিয়া
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে.
অঙ্গ যায় জ্বলিয়া রে
ভ্রমর কইয়ো গিয়া
ও ও ও
ভ্রমর কইয়ো গিয়া
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে.
অঙ্গ যায় জ্বলিয়া রে
ভ্রমর কইয়ো গিয়া



Credits
Writer(s): Radha Raman
Lyrics powered by www.musixmatch.com

Link