Ami Bhadhbo Na

আমি বাঁধবো না চুল
ও, আমি বাঁধবো না চুল পাকিয়ে বেণী
পরবো না দুল কানেতে
আমি বাঁধবো না চুল পাকিয়ে বেণী

পরবো না দুল কানেতে
তার মন ভোলাতে মায়া কাজল
মন ভোলাতে মায়া কাজল
মাখবো না চোখেতে

আমি বাঁধবো না চুল পাকিয়ে বেণী
পরবো না দুল কানেতে
ও, আমি বাঁধবো না চুল পাকিয়ে বেণী
পরবো না দুল কানেতে

চুপিচুপি ডাকে যদি আমায়
ভুলবো না তার মিষ্টি-মধুর কথায়
ও, সে চুপিচুপি ডাকে যদি আমায়
ভুলবো না তার মিষ্টি-মধুর কথায়

এ মন যদি হারায় ঐ তার মনেরই ছায়ায়
এ মন যদি হারায় ঐ তার মনেরই ছায়ায়
জানি পারবো না ফিরে যেতে

তার মন ভোলাতে মায়া কাজল
মন ভোলাতে মায়া কাজল
মাখবো না চোখেতে

আমি বাঁধবো না চুল পাকিয়ে বেণী
পরবো না দুল কানেতে
ও, আমি বাঁধবো না চুল পাকিয়ে বেণী
পরবো না দুল কানেতে

চোখেতে চোখ রাখলে পরে আবার
এই মনেতে মন থাকে না যে আমার
ও, চোখেতে চোখ রাখলে পরে আবার
এই মনেতে মন থাকে না যে আমার

ঐ দুষ্টু চোখের মায়ায় নেই পালাবার উপায়
ঐ দুষ্টু চোখের মায়ায় নেই পালাবার উপায়
আমি চাই না যে ধরা দিতে

তার মন ভোলাতে মায়া কাজল
মন ভোলাতে মায়া কাজল
মাখবো না চোখেতে

আমি বাঁধবো না চুল পাকিয়ে বেণী
পরবো না দুল কানেতে
ও, আমি বাঁধবো না চুল পাকিয়ে বেণী
পরবো না দুল কানেতে

তার মন ভোলাতে মায়া কাজল
মন ভোলাতে মায়া কাজল
মাখবো না চোখেতে

আমি বাঁধবো না চুল



Credits
Writer(s): Sengupta Shyamal, Sanku Debjit
Lyrics powered by www.musixmatch.com

Link