PABITRA ATMA ESHO

পবিত্র আত্মা এসো, পবিত্র আত্মা এসো
পবিত্র আত্মা এসো, পবিত্র আত্মা এসো
পবিত্র আত্মা এসো, এসো মোর অন্তরে
পবিত্র আত্মা এসো, পবিত্র আত্মা এসো
পবিত্র আত্মা এসো, এসো মোর অন্তরে

নির্মল করো, শুচি করো আমার এ জীবনকে
ভালোবাসায় দাও তুমি ভরে আমার এ জীবনকে
নির্মল করো, শুচি করো আমার এ জীবনকে
ভালোবাসায় দাও তুমি ভরে আমার এ জীবনকে
তোমার প্রেমের ধারায় রাখো সর্বদা আমায়

পবিত্র আত্মা এসো, পবিত্র আত্মা এসো
পবিত্র আত্মা এসো, এসো মোর অন্তরে



Credits
Writer(s): Kumar Sanu
Lyrics powered by www.musixmatch.com

Link