Tomar Poth

যায় না, এ কিছুতেই তোমার সাথে যায় না
যায় না, এ কিছুতেই তোমার সাথে যায় না

যদি নিজেকে মানুষ ভাবো, লোভটা সামলে রাখো
কেন আজ হয়ে আছো হায়না?

যায় না, এ কিছুতেই তোমার সাথে যায় না
যায় না, এ কিছুতেই তোমার সাথে যায় না

তুমি পুড়িয়ে দিয়েছো কত কোরান শরিফ, ভেঙে দিয়েছো কত মন্দির
ঈশ্বরের দেয়া আদেশ ভঙ্গ করে আঘাত-পাল্টাঘাতে অস্থির
তুমি পুড়িয়ে দিয়েছো কত কোরান শরিফ, ভেঙে দিয়েছো কত মন্দির
ঈশ্বরের দেয়া আদেশ ভঙ্গ করে আঘাত-পাল্টাঘাতে অস্থির

সহিংসতার এই পৃথিবীর বুকে আজ শিশুরাও নিস্তার পায় না

যায় না, এ কিছুতেই তোমার সাথে যায় না
যায় না, এ কিছুতেই তোমার সাথে যায় না

তুমি মানুষ হয়েও কত মারছো মানুষ, রক্তে রাঙিয়েছো হাত
পানসের মতো তুমি তুলছো ফণা স্বার্থে লাগলে আঘাত
তুমি মানুষ হয়েও কত মারছো মানুষ, রক্তে রাঙিয়েছো হাত
পানসের মতো তুমি তুলছো ফণা স্বার্থে লাগলে আঘাত

তবু যদি নিজেকে মানুষ ভাবো তবে তোমার মুখে তা মানায় না

যায় না, এ কিছুতেই তোমার সাথে যায় না
যায় না, এ কিছুতেই তোমার সাথে যায় না

যদি সবার মুখের অধিকার তুমি একাই করতে চাও গ্রাস
তবে একদিন তুমি আমি থাকবো না কেউ, থাকবে পড়ে শুধু লাশ
যদি সবার মুখের অধিকার তুমি একাই করতে চাও গ্রাস
তবে একদিন তুমি আমি থাকবো না কেউ, থাকবে পড়ে শুধু লাশ

তাই যার যতটুকু আছে, তাই নিয়ে থাকো সুখে
সবাই তো সবকিছু পায় না

যায় না, এ কিছুতেই তোমার সাথে যায় না
যায় না, এ কিছুতেই তোমার সাথে যায় না

যদি নিজেকে মানুষ ভাবো, লোভটা সামলে রাখো
কেন আজ হয়ে আছো হায়না?

যায় না, এ কিছুতেই তোমার সাথে যায় না
যায় না, এ কিছুতেই তোমার সাথে যায় না

যায় না, এ কিছুতেই তোমার সাথে যায় না
যায় না, এ কিছুতেই তোমার সাথে যায় না



Credits
Writer(s): Nachiketa Chakraborty, Pratik Karmakar
Lyrics powered by www.musixmatch.com

Link