Ghreena

অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে
অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে

অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে
অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে

অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে
অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে

রাষ্ট্রের অসুখে শেল বিঁধে এ বুকে
লাজ নেই বেহায়াদের, লালসা দু'চোখে
হাসি হাসি বোনটার সম্ভ্রম করে লুট
কান্নার আহাজারি, কেঁপে ওঠে এই বুক
অভাবের স্বভাবে কাটে দিন, কাটে রাত
নিয়তির পরিহাসে এত ঘাত-প্রতিঘাত
যে জীবন ফড়িংয়ের সে জীবনই অন্ধ
হায়নাদের দাপটে উড়াউড়ি বন্ধ

বোন আমার জ্যান্ত লাশ হয়ে বাঁচে
হায়নারা ঠিকই দেখো মুখ টিপে হাসে
এভাবে কীভাবে সবে আজ চুপচাপ
ডানে-বায়ে চারদিক দেখি শুধু পাপ পাপ
সবদিকে ধর্ষক, পাপ পাপ পাপীরা
তুমি আমি দর্শক, নিশ্চুপ বাকিরা
বহু আগে যে কথা কবিগুরু বলেছেন
সে কথায় সকলেই ধর্ষক হয়েছেন

অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে
ঘৃণা, ঘৃণা, ঘৃণা সব ধর্ষকের জন্য
সম ঘৃণা বাকি সব দর্শকের জন্য

অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে
ঘৃণা, ঘৃণা, ঘৃণা সব ধর্ষকের জন্য
সম ঘৃণা বাকি সব দর্শকের জন্য

অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে
ঘৃণা, ঘৃণা, ঘৃণা সব ধর্ষকের জন্য
সম ঘৃণা বাকি সব দর্শকের জন্য

ওয়াক থু!
শালীনতা কুলীনতা হায়নারা কী বুঝে?
নরপশু আছে যাদের মননে বা মগজে
পোশাকের আবরণে নরপশু ভীত না
রুখে দিয়ে বলে দাও স্বাধীনতা মৃত না
পোশাকের দোহাইয়ে ধর্ষক যে সমাজ
সে সমাজে সামাজিক কী করে তুমি আজ?
হায়নার দাপটে সত্যেরা বেসামাল
সত্যের মিছিলে স্লোগানের তোলো তাল

এ দেশের মাটিতে ধর্ষকের ঠাঁই নাই
নরপশুদের কোনো মা-বোন-ভাই নাই
লিঙ্গ কাটার বিধান করে হাসুক আমার দেশ
বিশ্বাসে বুক ভরে রাখো, তুমিই বাংলাদেশ
আর নয় ধর্ষন, এই হোক চাওয়া
তোমাদের জাগাতেই এই গান গাওয়া
লালসার লাভা থেকে হোক তবে মুক্তি
তুমি আমি আমরাই বাংলার শক্তি

অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে
ঘৃণা, ঘৃণা, ঘৃণা সব ধর্ষকের জন্য
সম ঘৃণা বাকি সব দর্শকের জন্য

অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে
ঘৃণা, ঘৃণা, ঘৃণা সব ধর্ষকের জন্য
সম ঘৃণা বাকি সব দর্শকের জন্য

অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে
ঘৃণা, ঘৃণা, ঘৃণা সব ধর্ষকের জন্য
সম ঘৃণা বাকি সব দর্শকের জন্য

অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে
ঘৃণা, ঘৃণা, ঘৃণা সব ধর্ষকের জন্য
সম ঘৃণা বাকি সব দর্শকের জন্য



Credits
Writer(s): Din Islam Sharuk, Ronok Ekram
Lyrics powered by www.musixmatch.com

Link