Onjona Amar Ekar Odhikar

সাড়ে সাতশ' কোটি মানুষ আছে এই পৃথিবীর বুকে
তুই নাকি আজ বিশ্বসেরা, বলছে সবাই মুখে
সাড়ে সাতশ' কোটি মানুষ আছে এই পৃথিবীর বুকে
তুই নাকি আজ বিশ্বসেরা, বলছে সবাই মুখে
তোর স্বভাবে তুই পেয়েছিস এমন তিরস্কার
তুই জিতেছিস বেঈমানির শ্রেষ্ঠ পুরস্কার
তবু মানছি না, মানবো না, কানে শুনবো না তো আর

অঞ্জনা, তুই শুধুই আমার একার অধিকার
যত দোষই দিক না লোকে, তুই শুধু আমার
অঞ্জনা, তুই শুধুই আমার একার অধিকার
যত দোষই দিক না লোকে, তুই শুধু আমার

তুই হলি নিকৃষ্ট খুনি, বিশ্ববাসীর রায়
এমন শাস্তি পেলি রে তুই প্রেমহত্যার দায়ে
তুই হলি নিকৃষ্ট খুনি, বিশ্ববাসীর রায়
এমন শাস্তি পেলি রে তুই প্রেমহত্যার দায়ে
তবু বলবো না বলবো না খুনি, মরবো শতবার

অঞ্জনা, তুই শুধুই আমার একার অধিকার
যত দোষই দিক না লোকে, তুই শুধু আমার
অঞ্জনা, তুই শুধুই আমার একার অধিকার
যত দোষই দিক না লোকে, তুই শুধু আমার

বুক দিয়েছি যাকে আমি, পিঠ দেবো না তাকে
সত্যিকারের প্রেমিক বুকে প্রেমকে ধরে রাখে
বুক দিয়েছি যাকে আমি, পিঠ দেবো না তাকে
সত্যিকারের প্রেমিক বুকে প্রেমকে ধরে রাখে
ওরে, ভুলবো না ভুলবো না তোকে এই জীবনে আর

অঞ্জনা, তুই শুধুই আমার একার অধিকার
যত দোষই দিক না লোকে, তুই শুধু আমার
অঞ্জনা, তুই শুধুই আমার একার অধিকার
যত দোষই দিক না লোকে, তুই শুধু আমার

সাড়ে সাতশ' কোটি মানুষ আছে এই পৃথিবীর বুকে
তুই নাকি আজ বিশ্বসেরা, বলছে সবাই মুখে
সাড়ে সাতশ' কোটি মানুষ আছে এই পৃথিবীর বুকে
তুই নাকি আজ বিশ্বসেরা, বলছে সবাই মুখে
তোর স্বভাবে তুই পেয়েছিস এমন তিরস্কার
তুই জিতেছিস বেঈমানির শ্রেষ্ঠ পুরস্কার
তবু মানছি না, মানবো না, কানে শুনবো না তো আর

অঞ্জনা, তুই শুধুই আমার একার অধিকার
যত দোষই দিক না লোকে, তুই শুধু আমার
অঞ্জনা, তুই শুধুই আমার একার অধিকার
যত দোষই দিক না লোকে, তুই শুধু আমার



Credits
Writer(s): Milton Khondokar
Lyrics powered by www.musixmatch.com

Link