Kyano Dure Chole Gele

কেন দূরে চলে গেলে
এ হৃদয়ে একা ফেলে
রাত মুছে গেলে যেন
ভেঙে যাওয়া ভোর
সবই তো তেমনই আছে
তবু কী যে নেই কাছে
বাধা পড়ে থাকা মনও
তুলে নিল মন
কেন দূরে চলে গেলে

কত কথা ছিল ওই চোখে
বাতাসে ভাসানো পালকে
এমনই সময় কেন এল অসময়
যে ঠিকানা ফিরে আসোনি
আজও রাখা আছে তেমনই
আবারও তোমায় পাবো
কেন বলে দাও

কেন দূরে চলে গেলে
এ হৃদয়ে একা ফেলে
রাত মুছে গেলে যেন
ভেঙে যাওয়া ভোর
সবই তো তেমনই আছে
তবু কী যে নেই কাছে
বাধা পড়ে থাকা মনও
তুলে নিল মন
কেন দূরে চলে গেলে যে



Credits
Writer(s): Joy Sarkar, Srijato
Lyrics powered by www.musixmatch.com

Link