Phirtey Ghore Bhoy

ফিরতে ঘরে ভয়
ফিরতে ঘরে ভয়

ফিরলে ঘরে দুঃখগুলোর সঙ্গে দেখা হয়
না না নেই যে আমার শূন্য ঘরে
একলা থাকার ভয়
ফিরলে ঘরে দুঃখগুলোর সঙ্গে দেখা হয়
না না নেই যে আমার শূন্য ঘরে
একলা থাকার ভয়

ফিরতে ঘরে ভয়

ঘরেই কত আপন মানুষ
ও হো, ঘরেই কত আপন মানুষ, শত্রু সে যে নয়
ঘরেই কত আপন মানুষ, শত্রু সে যে নয়
কেউ কি আমায় বলতে পারো
আপন কারে কয়
কেউ কি আমায় বলতে পারো
আপন কারে কয়

যারেই যখন এই ভুবনে
ও হো, যারেই যখন এই ভুবনে আপন মনে হয়
যারেই যখন এই ভুবনে আপন মনে হয়
সময় মতন সেই দিয়ে যায় অন্য পরিচয়
সময় মতন সেই দিয়ে যায় অন্য পরিচয়

আপন নিয়েই শঙ্কা আমার, পর তো পরই রয়
আপন যত দুঃখ দেবে, পর ততটা নয়
সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়ে ঘরের দরজায়
দুঃখগুলো রাত্রি জাগে আমার প্রতীক্ষায়

সন্ধ্যে হলেই
সন্ধ্যে হলেই বুকের ভেতর গুমরে ওঠে ভয়
আর চোখের নীচে সাত সাগরের কান্না জমা হয়
সন্ধ্যে হলেই বুকের ভেতর গুমরে ওঠে ভয়
আর চোখের নীচে সাত সাগরের কান্না জমা হয়

ফিরতে ঘরে ভয়
ফিরতে ঘরে ভয়

চোরের মতন বসত করি
ও হো, চোরের মতন বসত করি, আমারই ঘরবাড়ি
চোরের মতন বসত করি, আমারই ঘরবাড়ি
সেই ঘরেতে দুঃখগুলোর বিরাট জমিদারী
সেই ঘরেতে দুঃখগুলোর বিরাট জমিদারী

আমার বুকের পাঁজর ভেঙ্গে
ও হো, আমার বুকের পাঁজর ভেঙ্গে
বাসর সে সাজায়
আমার বুকের পাঁজর ভেঙ্গে
বাসর সে সাজায়
আগুন জ্বেলে খেলা করে, পুড়িয়ে সুখ পায়
আগুন জ্বেলে খেলা করে, পুড়িয়ে সুখ পায়
ক্রীতদাসের মতন আমার শেকল পরা হাত
দুঃখগুলো চাবুক মেরে ভোর করে দেয় রাত

স্বপ্ন পুড়ে ছাই করেছে জীবনও যায় যায়
সাধ করে আর কেউ কি বলো
ঘর ছেড়ে পালায়

অনেক দূরের
অনেক দূরের আকাশটাকে আপন মনে হয়
তার নীল হৃদয়ে তারায় তারায়
দুঃখ জ্বলে রয়
অনেক দূরের আকাশটাকে আপন মনে হয়
তার নীল হৃদয়ে তারায় তারায়
দুঃখ জ্বলে রয়

ফিরতে ঘরে ভয়
ফিরতে ঘরে ভয়



Credits
Writer(s): Farzana Wahid Shayan
Lyrics powered by www.musixmatch.com

Link