Matir Manush Gaaloi Shudhu

মাটির মানুষ গেলই শুধু মাটির থেকে সরে
দিন চলে না মাটির পুতুল গড়ে
মাটির মানুষ গেলই শুধু মাটির থেকে সরে
দিন চলে না মাটির পুতুল গড়ে
দেখ মাটিরে দেই আমার যত মাটির দেহের ঘাম
মাটিরতো কেউ চায়না দিতে দাম
দেখ মাটিরে দেই আমার যত মাটির দেহের ঘাম
মাটিরতো কেউ চায়না দিতে দাম
মাটির মানুষ গেলই শুধু মাটির থেকে সরে
দিন চলে না মাটির পুতুল গড়ে

দিন চলে না আমরা তবু মাটির কাছে থাকি
মাটির বুকেই ভরষা তবু রাখি
ও ও দিন চলে না আমরা তবু মাটির কাছে থাকি
মাটির বুকেই ভরষা তবু রাখি
মাটির মানুষ মাটি ছেড়ে কেমনে থাকি দূরে
মাটির কাছেই আসুক মানুষ ঘুরে
মাটির মানুষ মাটি ছেড়ে কেমনে থাকি দূরে
মাটির কাছেই আসুক মানুষ ঘুরে
মাটির মানুষ গেলই শুধু মাটির থেকে সরে
দিন চলে না মাটির পুতুল গড়ে

মাটি ছিল তোমার আমার তিন পুরুষের পুঁজি
মাটি দিল সুখে দুখে রুজি
ও ও মাটি ছিল তোমার আমার তিন পুরুষের পুঁজি
মাটি দিল সুখে দুখে রুজি
তোমার আমার ছেলে মেয়ে ভাসবে কি সেই সুখে
আপন হাতের গড়া মায়ের মুখে
তোমার আমার ছেলে মেয়ে ভাসবে কি সেই সুখে
আপন হাতের গড়া মায়ের মুখে
মাটির মানুষ গেলই শুধু মাটির থেকে সরে
দিন চলে না মাটির পুতুল গড়ে

এই মাটিকে বাঁচাতে চাই আমার দুটো হাতে
টান পড়ে যায় তারপরও ডালভাতে
ও ও এই মাটিকে বাঁচাতে চাই আমার দুটো হাতে
টান পড়ে যায় তারপরও ডালভাতে
মাটি বাঁচুক মাটি হাসুক ভালোবাসার টানে
মাটি বাঁচুক তোমার আমার প্রাণে
মাটি বাঁচুক মাটি হাসুক ভালোবাসার টানে
মাটি বাঁচুক তোমার আমার প্রাণে
মাটির মানুষ গেলই শুধু মাটির থেকে সরে
দিন চলে না মাটির পুতুল গড়ে
দিন চলে না মাটির পুতুল গড়ে
ও ও দিন চলে না মাটির পুতুল গড়ে



Credits
Writer(s): Farzana Wahid Shayan
Lyrics powered by www.musixmatch.com

Link