Kalo Jwole Kuchla Tole

কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না, কাল সারা না পাই যে দরশন
কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না, কাল সারা না পাই যে দরশন
লদীধারে চাষে বঁধু মিছাই কর আস
ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারোমাস
লদীধারে চাষে বঁধু মিছাই কর আস
ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারোমাস

চিংড়ি মাছের ভেতর কড়া
তায় ঢালেছি ঘি
নিজের হাতে ভাব ছাড়েছি, ভাবলে হবে কি?
চিংড়ি মাছের ভেতর কড়া
তায় ঢালেছি ঘি
নিজের হাতে ভাব ছাড়েছি, ভাবলে হবে কি?
চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায়
দেখি সামের বিবেচনা কার ঘরে সামায়

কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না, কাল সারা না পাই যে দরশন

মেদনিপুরের আয়না-চিরন, বাঁকুড়ার ঐ ফিতা
যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা
যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা
মেদনিপুরের আয়না-চিরন, বাঁকুড়ার ঐ ফিতা
যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা
পেছপারিয়া রাজকুমারি গলায় চন্দ্রহার
দিনেদিনে বাড়ছে তোমার চুলেরই বাহার

কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না, কাল সারা না পাই যে দরশন

কঌ কঌ ফুল ফুটেছে
নীল কালো আর সাদা
কোণ ফুলেতে কেষ্ট আছেন
কোণ ফুলেতে রাধা
কঌ কঌ ফুল ফুটেছে
নীল কালো আর সাদা
কোণ ফুলেতে কেষ্ট আছেন
কোণ ফুলেতে রাধা

কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না, কাল সারা না পাই যে দরশন
লদীধারে চাষে বঁধু মিছাই কর আস
ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস

কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না, কাল সারা না পাই যে দরশন



Credits
Writer(s): Rishi Panda
Lyrics powered by www.musixmatch.com

Link