Aandhar Kurir Bandhon Tute

আঁধার কুঁড়ির বাঁধন টুটে চাঁদের ফুল উঠেছে ফুটে
আঁধার কুঁড়ির বাঁধন টুটে চাঁদের ফুল উঠেছে ফুটে
তার গন্ধ কোথায়, গন্ধ কোথায় রে
গন্ধ আমার গভীর ব্যথায় হৃদয়-মাঝে লুটে
আঁধার কুঁড়ির বাঁধন টুটে চাঁদের ফুল উঠেছে ফুটে
আঁধার কুঁড়ির বাঁধন টুটে চাঁদের ফুল উঠেছে ফুটে

ও কখন যাবে সরে
আকাশ হতে পড়বে ঝরে
ও কখন যাবে সরে
ওরে রাখব কোথায়, রাখব কোথায় রে?
রাখব কোথায়, রাখব কোথায় রে?
রাখব ওরে আমার ব্যথায় গানের পত্রপুটে

আঁধার কুঁড়ির বাঁধন টুটে চাঁদের ফুল উঠেছে ফুটে
আঁধার কুঁড়ির বাঁধন টুটে চাঁদের ফুল উঠেছে ফুটে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link