Jhor Nei Jol Nei

ঝড় নেই, জল নেই
এ কোন তুফান তুমি আনলে
সাথী খোঁজা দু'টি চোখে
প্রেমের মায়ায় কেন বাঁধলে
ঝড় নেই, জল নেই
এ কোন তুফান তুমি আনলে
সাথী খোঁজা দু'টি চোখে
প্রেমের মায়ায় কেন বাঁধলে
ঝড় নেই, জল নেই

স্বপ্ন খেয়ায় মন দুলে দুলে চলছিলো বেশ তো
জীবন নদী ছিলো, ছিলো না এ উতলার রেশ তো
স্বপ্ন খেয়ায় মন দুলে দুলে চলছিলো বেশ তো
জীবন নদী ছিলো, ছিলো না এ উতলার রেশ তো
শান্ত নদী আজ অশান্ত দরিয়া
তুমি তা কি একটুও জানলে?

ঝড় নেই, জল নেই

নিজেরে নিজেই শুধু কত কিছু বলতাম ভাবতে
কখনো বুঝিনি, হায়, যায় না পারা একা থাকতে
নিজের নিজেই শুধু কত কিছু বলতাম ভাবতে
কখনো বুঝিনি, হায়, যায় না পারা একা থাকতে
বাউল মনটা যে ঘর চায় কী আশায়
তুমি তা কি না জেনেও মানলে?

ঝড় নেই, জল নেই
এ কোন তুফান তুমি আনলে
সাথী খোঁজা দু'টি চোখে
প্রেমের মায়ায় কেন বাঁধলে
ঝড় নেই, জল নেই



Credits
Writer(s): Amit Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link