Jao Phire Megh

একা মেঘ হেঁটে যায়
পায়ে পায়ে কে যেন ডাকে
পড়ে থাকে পিছুটান
শুনশান পথের বাঁকে

জানালার আড়ালে আজও সে দাঁড়ালে
স্বপ্ন আঁকা চোখে
সন্ধ্যের মলাটে, ভেজা ভেজা মন তার
পথ চেয়ে থাকে

যাও ফিরে মেঘ অন্য কোথাও
ইচ্ছে পাহাড়ে
যাও ফিরে মেঘ, যাও উড়ে যাও
নিজের ঘরে

তবু মেঘ ভাবে রোজ
একদিন মেঘ সরে যাবে
এভাবেই মেঘেদের দিন কাটে
আঁধার নামে

দূর দেশে কোনো শহরে
জেগে থাকে যেন কোন সে রূপকথা
হাতছানি দিয়ে ডাকে
গল্প শোনায় রোজ একমুঠো বেঁচে থাকার

যাও ফিরে মেঘ অন্য কোথাও
ইচ্ছে পাহাড়ে
যাও ফিরে মেঘ, যাও উড়ে যাও
নিজের ঘরে

তবু মেঘ ভাবে রোজ
একদিন মেঘ সরে যাবে
এভাবেই মেঘেদের দিন কাটে
আঁধার নামে

ছেড়ে যেতে চায়নি সে কোনোদিন
অন্য কোনো ডাকে
ছেঁড়া কাঁথা গায়ে আজও এখানেই
ঘুমিয়ে থাকে



Credits
Writer(s): Aviman Paul, Rupak Tiary
Lyrics powered by www.musixmatch.com

Link