Ek Pa Du Pa

এক পা দু'পা করে তোমার সাথেই চলি
হাজার হাজার ভিড়েও শুধু তোমার কথায় বলি
এক পা দু'পা করে তোমার সাথেই চলি
হাজার হাজার ভিড়েও শুধু তোমার কথায় বলি
আমিও শুধু আজ থাকতে চাই
তোমার গল্প কথায়
আমিও শুধু আজ চলতে চাই
তোমার চোখের তারায়

কিছুটা গোপনে সংগোপনে
তোমার কাছেই ছুটে আসি
আলোর দেশে তুমি আলোকবর্ষ বুঝি
কিছুটা গোপনে সংগোপনে
তোমার কাছেই ছুটে আসি
আলোর দেশে তুমি আলোকবর্ষ বুঝি
আমিও শুধু আজ থাকতে চাই
তোমার গল্প কথায়
আমিও শুধু আজ চলতে চাই
তোমার চোখের তারায়



Credits
Writer(s): Jayanta Biswas, Rupak Tiary
Lyrics powered by www.musixmatch.com

Link