Obonti

অন্ধকার ফুটপাতে অথবা নির্জন রাস্তায়
অজস্র হিংস্র চোখ অবন্তীর অপেক্ষায়
হঠাৎ চোখের জলে অবন্তীর গাল ভিজে যায়
কোনো এক বাসের ভিড়ে অবন্তীরা হেরে যায়

অবন্তী তুমি ভয় পেয়ে থেকো না
জানিয়ে দাও আজ পৃথিবীকে
প্রতিটি নোংড়া স্পর্শের গল্প
প্রতিটি কালো ক্ষতের চিহ্ন
অবন্তী তুমি চুপ করে থেকো না
আর্তনাদগুলো চেপে রেখো না
হোক সে তোমার কাছের কেউ
অথবা ভিড়ে অচেনা হাত
অবন্তী তুমি হার মেনে নিও না

বিষাক্ত মৌমাছিরা তার সারা গায়ে হুল ফোটায়
নির্বাক অবন্তী কাঁদে শুধু ঘরের এক কোণায়
হঠাৎ কোন এক চুপচাপ দুপুরে কান্না থেমে যায়
শেষমেশ সিলিং ফ্যানে অবন্তী ঝুলে যায়
আর এভাবেই অবন্তীরা হেরে যায়

অবন্তী তুমি ভয় পেয়ে থেকো না
জানিয়ে দাও আজ পৃথিবীকে
প্রতিটি নোংড়া স্পর্শের গল্প
প্রতিটি কালো ক্ষতের চিহ্ন
অবন্তী তুমি চুপ করে থেকো না
আর্তনাদগুলো চেপে রেখো না
হোক সে তোমার কাছের কেউ
অথবা ভিড়ে অচেনা হাত
অবন্তী তুমি হার মেনে নিও না



Credits
Writer(s): Jamil Hossain Siam
Lyrics powered by www.musixmatch.com

Link