Ek Notun Aazadi

বন্দি আমার ইচ্ছে মন
বন্দি হচ্ছে যৌবন
চারিদিকে নিষেধাজ্ঞার
শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন

বন্দি আমার ইচ্ছে মন
বন্দি হচ্ছে যৌবন
চারিদিকে নিষেধাজ্ঞার
শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন
পাথরচাপা প্রথা ভাঙা
সংকল্পের তারুণ্য
বিত্তশালী ধনকুবের
ফিট, মিডিয়ার জন্য

নীতি-পুলিশ জ্যাঠাগিরি
আতুপাতু পলিসি
"বাংলায় রক চলবে না"
জিনসও নাকি বিদেশি
এ সব ধানাই পানাই
ভেঙে বেরিয়ে যাই
তোমাদের এই সেন্সরশিপ
রাস্তার মোড়ে পোড়াই

ঝিলমিল আমার ডানায়
রঙধনুর সাত রং
প্রেমের মানুষ নির্বাচন
বাজার চলতি বালখিল্যতাকে
চ্যালেঞ্জ ছোঁড়ার দম
এটাই প্রজন্মের প্রয়োজন

সাক্ষ্য নি
সব বাদী আর বিবাদীর
আমার এ সওয়াল
এক নতুন আজাদির
অচলায়তনের
ভিতপ্রস্তরেই ঘা দিই
এখন লড়াই
এক নতুন আজাদির

উত্তর চায় নির্যাতিতা
হিসেব চায় প্রতিশ্রুতির
জবাব চায় স্বাধীন দেশে
পরাধীনতার অনুভূতি
মুক্তির দাবি ইন্টারনেটের
যুক্তির দাবি হচ্ছে প্রবল
সাধারণের হাসপাতাল আর
স্কুল কলেজ পানীয় জল

রেখে দে তোর ক্রিকেট খেলা
আফিমের মতো ধর্মের ঠেলা
কমতেই পারে ফেস্টিভিটির
গিটকিরিতে পণ্ড বেলা
অং বং চং রঙিন কাঁচে
শাক দিয়ে মাছ ঢাকা আছে
স্বাধীনতা দিবস এলে
বিবেক দোষী নিজের কাছে

আওয়ামের প্রশ্ন তোলার ঝাঁজ স্বাধীনতা
আগামীর ঘুমভাঙা আওয়াজ
রক্তের বিনিময়ে মানুষ পাক স্বাধীনতা
ভোট নিয়ে শয়তানির হিসেব চাক

সাক্ষ্য নি
সব বাদী আর বিবাদীর
আমার এ সওয়াল
এক নতুন আজাদির
অচলায়তনের
ভিতপ্রস্তরেই ঘা দিই
এখন লড়াই
এক নতুন আজাদির
সাক্ষ্য নি
সব বাদী আর বিবাদীর
আমার এ সওয়াল
এক নতুন আজাদির
অচলায়তনের
ভিতপ্রস্তরেই ঘা দিই
এখন লড়াই
এক নতুন আজাদির



Credits
Writer(s): Rupam Islam
Lyrics powered by www.musixmatch.com

Link