Nil Akasher Nilpori

নীল আকাশের নীলপরী
আমি তোমায় ভালোবাসি,
যখন তোমার কাছে আসি
আমার মুখ জুড়ে হাসি।
নীল আকাশের নীলপরী
আমি তোমায় ভালোবাসি,
যখন তোমার কাছে আসি
আমার মুখ জুড়ে হাসি।

ও...

যখন আসে শরতের মাস
আমি হই নদীর ধারের কাশ,
তুমি বয়ে যাও আমার মধ্য দিয়ে
ওগো বন্ধু বাতাস।
যখন আসে শরতের মাস
আমি হই নদীর ধারের কাশ,
তুমি বয়ে যাও আমার মধ্য দিয়ে
ওগো বন্ধু বাতাস।

Instruments

তুমি উথাল পাথাল ঢেউ
তুমি আমার কাছের কেউ,
তুমি এমন একজন
যে আমায় চেনে বেশি আমার চেয়েও।
তুমি উথাল পাথাল ঢেউ
তুমি আমার কাছের কেউ,
তুমি এমন একজন
যে আমায় চেনে বেশি আমার চেয়েও।

ও...

নীল আকাশের নীলপরী
আমি তোমায় ভালোবাসি,
যখন তোমার কাছে আসি
আমার মুখ জুড়ে হাসি।
নীল আকাশের নীলপরী
আমি তোমায় ভালোবাসি,
যখন তোমার কাছে আসি
আমার মুখ জুড়ে হাসি।



Credits
Writer(s): Provat Das, Provat Tonoy
Lyrics powered by www.musixmatch.com

Link