E Naamey Se Naamey (From "Magic")

চিনেছি আমি আমায়
তোমার ওই দু'চোখে
পড়ে পাওয়া এ জীবন
চায় মন থেকে তোমাকে

তোমাকে ছাড়া দিন কী কঠিন
তুমি চাও যদি নিমেষে রঙিন
বেপরোয়া এ জীবন
আজ নিয়ে যাক যে দিকে

এ নামে, সে নামে
লিখি হাজার খামে
ভাবনা যত, সবটুকুই
এভাবে চাই কাছে
তোমাকে ধারে কাছে
ইচ্ছে আমার এই শুধুই

রূপকথা আজ তোমায় নিয়ে
এসেছে ধরা দিতে
ও, মন ছুটে যায় তোমার দিকে
থামে না কোনোমতে

কী করে এত স্বপ্ন আমার
একা আনমনে কাটবে সাঁতার
দিশাহারা এ হাওয়ায়
আজ ডেকে নাও আমাকে

এ নামে, সে নামে
লিখি হাজার খামে
ভাবনা যত, সবটুকুই
এভাবে চাই কাছে
তোমাকে ধারে কাছে
ইচ্ছে আমার এই শুধুই

নেই কোনো আর আড়াল রাখা
আমাকে ছুঁয়ে দেখো
ও, আজ থেকে সব তোমার নামে
আদরে মুড়ে রাখো

তোমাকে ছাড়া দিন কী কঠিন
তুমি চাও যদি নিমেষে রঙিন
বেপরোয়া এ জীবন
আজ নিয়ে যাক যেদিকে

এ নামে, সে নামে
লিখি হাজার খামে
ভাবনা যত, সবটুকুই
এভাবে চাই কাছে
তোমাকে ধারে কাছে
ইচ্ছে আমার এই শুধুই



Credits
Writer(s): Dabbu Ghosal, Rajiv Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link