Loke Bole O Bole Re

লোকে বলে, ও বলে রে
ঘর-বাড়ি ভালা নাই আমার
লোকে বলে, ও বলে রে
ঘর-বাড়ি ভালা নাই আমার

কী ঘর বানাইমু আমি...
কী ঘর বানাইমু আমি শূন্যের মাঝার?

লোকে বলে, ও বলে রে
ঘর-বাড়ি ভালা নাই আমার
লোকে বলে, ও বলে রে
ঘর-বাড়ি ভালা নাই আমার

ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর?
হায় রে, কয়দিন থাকমু আর?
আয়না দিয়া চাইয়া দেখি
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার

লোকে বলে, ও বলে রে
ঘর-বাড়ি ভালা নাই আমার
লোকে বলে, ও বলে রে
ঘর-বাড়ি ভালা নাই আমার

জানতো যদি হাসন রাজা
বাঁচবো কতদিন
হায় রে, বাঁচবো কতদিন
বানাইতো দালান-কোঠা
বানাইতো দালান-কোঠা
করিয়া রঙিন

লোকে বলে, ও বলে রে
ঘর-বাড়ি ভালা নাই আমার
লোকে বলে, ও বলে রে
ঘর-বাড়ি ভালা নাই আমার

কী ঘর বানাইমু আমি...
কী ঘর বানাইমু আমি শূন্যের মাঝার?

লোকে বলে, ও বলে রে
ঘর-বাড়ি ভালা নাই আমার
লোকে বলে, ও বলে রে
ঘর-বাড়ি ভালা নাই আমার
ঘর-বাড়ি ভালা নাই আমার
ঘর-বাড়ি ভালা নাই আমার
ঘর-বাড়ি ভালা নাই আমার



Credits
Writer(s): Hason Raja
Lyrics powered by www.musixmatch.com

Link